হ্যাকারদের কবল থেকে সাবধান!

বর্তমানে ইন্টারনেটে প্রতারক চক্রের অভাব নেই। প্রতারনার জন্য তারা বিভিন্ন পন্থা বা উপায় অবলম্বন করছে, ব্যবহার করছে বিভিন্ন জনপ্রিয় সাইটকে। ফেইসবুকও এর বাহিরে নয়। বিভিন্ন সময় আমরা ফেইসবুক হ্যাকারদের কবলে পড়ার খবরও শুনে আসছি।

প্রতারনার জন্য এই চক্রগুলি যেসব উপায়গুসারিবদ্ধ কেন্দ্রলি ব্যবহার করছে তার একটি নিচে উল্লেখ করছি……

আপনি প্রথমেই আপনার ফেইসবুকে একটি নটিফিকেশন পাবেন যেখানে বলা আছে যে, কেউ একজন আপনাকে একটি পার্সোনাল মেসেজ পাঠিয়েছে। ছবিতে দেখুন…….


এবার মেসেজটি দেখার জন্য ক্লিক করলে স্বভাবতই আপনার মেসেজ ইনবক্স খোলার কথা। কিন্তু প্রতারক চক্রের পাঠানো এই মেসেজটিতে ক্লিক করলে একটি লগইন পেইজ ওপেন হবে যেটি দেখতে হুবুহু ফেইসবুকের লগইন পেইজ এর মত এবং মেসেজ দেখার জন্য আপনাকে লগইন করতে বলা হবে। সাবধান!!! এক্ষেত্রে ভুলেও লগইন করতে যাবেন না। কারন একটু খেয়াল করলেই দেখবেন যে পেইজ এর URL টি ফেইসবুকের নয়।



এটি আসলে সম্পূর্ন আলাদা একটি সাইট যা প্রতারক চক্রের তৈরি। এধরনের সাইটকে Phishing ওয়েবসাইট বলা হয়। তাই এসব সাইটে লগইন করলেই হারাতে পারেন আপনার সাধের ফেইসবুক একাউন্টটি এবং এর পরের ভোগান্তির কথা না হয় নাই বললাম, ভেবে দেখুন কি হতে পারে…


মূল লেখক: তারেক বিডি (টেক টিউনার)

ফেসবুক ব্যবহার সম্পর্কিত কোন সমস্যা হলে Facebook Help Center – Group এ যোগ দিন এবং সমস্যাটি দেয়াল এ লিখুন।

2 মন্তব্য(গুলি):

Tawhidul Islam বলেছেন...

Guru , Apnar Blog Site e Home Button Disturb Ase . Ektu Kheyal Korben

Saif Khan বলেছেন...

ভালো লাগল তাই এখানে দাওয়াত রইল:)

একটি মন্তব্য পোস্ট করুন

    ফেসবুক সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>
টুইটার সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>