আপনার ব্লগ পোস্ট ফেসবুক নোটে প্রকাশ করুন

আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ব্লগ খুব সহজে এখন যুক্ত করতে পারবেন।

প্রথমে আপনার ফেসবুক যান তার পর

০১. Application Setting এ ক্লিক করুন


০২. নোট এ ক্লিক করুন


০৩. ঠিক সাইডবারে Import Blog এ ক্লিক করুন




০৪. এখন আপনার সাইটের ঠিকানা দিয়ে নিচের বক্সে টিক দিয়ে Star Importing Button Click করুন




০৫. Confirm Import Button এ ক্লিক করুন ।




ব্যাস! আপনার ব্লগসাইটের পূর্ববর্তী পোষ্ট থেকে শুরু করে নতুন সব পোষ্টও স্বয়ংক্রীয় ভাবে পোষ্ট হয়ে যাবে আপনার ফেসবুকের নোট এ।


মূল লেখক: মোহিত (টেক টিউনার)

ফেসবুক ব্যবহার সম্পর্কিত কোন সমস্যা হলে Facebook Help Center – Group এ যোগ দিন এবং সমস্যাটি দেয়াল এ লিখুন।

Read More...

ফেসবুক নোট কে সাজান আরো সুন্দর করে!

আশা করি সবাই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে ফেসবুক সম্পর্কিত নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই ফেইসবুকে নোট লিখার সময় ইচ্ছামতো এর অপশনগুলোকে ব্যবহার করতে পারি না ।



অনেকে হয়তো জানিই না যে ফেইসবুক নোটে লেখা

*বড় করে দেখানো
*ছোট করা
*বোল্ড করা
*ইটালিক
*আন্ডারলাইন
*স্কেচথ্রু
*হাইপারলিঙ্ক
*বুলেট লিস্ট
*অর্ডার লিস্ট
*স্পেশাল quote
*হেডিং

এই অপশনগুলো ব্যবহার করা যায়। কিছু কোডের মাধ্যমে এগুলো করা যায়।

http://www.facebook.com/notes_cheatsheet.php এই লিঙ্কে আশা করি সবগুলোর use সম্পর্কে জানতে পারবেন।

মূল লেখক: রনি পারভেজ (টেক টিউনার) (সম্পাদিত পোষ্ট)
Read More...

”Twitter” ভিজিটর এর একটি শক্তিশালী মাধ্যম

টুইটারকে আমরা মাইক্রোব্লগিং সোশাল নেটওয়ার্কিং সাইট হিসাবে জানি । তবে Twitter বর্তমানে ব্লগিং ও নেটওয়ার্কিং এর চাইতে সাইটে ভিজিটর আনার একটি শক্তিশালী মাধ্যম হিসাবে বেশি পরিচিত । টুইটার ব্যবহার করে আপনার সাইটে প্রতিদিন ১০০-২০০ ভিজিটর নিয়ে আসা সম্ভব খুব সহজেই । ৫০০-১০০০ ভিজিটর আনাও অসম্ভব নয় । যাইহোক এবার এই প্রক্রিয়াটি নিয়ে একটু আলোচনা করা যাক ।

টুইটারের রেজিস্ট্রেশন প্রক্রিয়া খুবই সহজ । তাই এ ব্যপারে কিছু লিখছি না ।


টুইটার এর মূল বিষয় হচ্ছে ৩টি


  • Update: আপনি কি করছেন ? বা আপনি আপনার Followers দের কি জানাতে চাচ্ছেন তা ১৪০ ক্যারেক্টার বা অক্ষর এর মধ্যে লিখতে হবে।
  • Following: আপনি যাদের ফলো করছেন তাদের দেয়া সর্বশেষ আপডেট আপনি টুইটারে লগিন করার পর দেখতে পাবেন।
  • Followers: যারা আপনাকে ফলো করছে তারা আপনার দেয়া আপডেট দেখতে পাবে।

এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে Followers কারন তারা আপনার আপডেট দেখবে এবং সেখানে দেয়া আপনার সাইটের লিংকে ক্লিক করবে যদি তারা আগ্রহী হয় । আপনার Followers যতো বেশি হবে ততো বেশি সংখ্যক মানুষ আপনার আপডেট দেখতে পাবে … এবং আপডেটে ক্লিক করে আপনার সাইটে আসার সম্ভাবনাও বেশি হবে ।

টুইটারে আমি সূচনা করি প্রায় ২ মাস আগে । আমার বর্তমান Followers প্রায় ১,৫০০ এবং এই সংখা প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে । www.problogger.net এর Derren Rowse এর প্রায় ৭২,০০০ ফলোয়ার্স ! এবং তিনি প্রতিদিন টুইটার থেকে কয়েক হাজার ভিজিটর পাচ্ছেন ।

এবার আসা যাক একটি পরিসংখ্যানে…

আপনার কতজন Followers থাকলে আপনি কতজন ভিজিটর পাবেন ?

মনে করুন আপনার ১,০০০ Followers আছে । এখন আপনি একটি আপডেট দিলে সেটি কতজন দেখতে পাবে ? হতে পারে এটি ১০ জন… ১০০ জন অথবা ৫০০ জন । এটি নির্ভর করে আপনার Follower রা টুইটারে কতটা এক্টিভ তার উপর । মনে করুন আপনার আপডেটটি ৫০ জন দেখতে পেয়েছে এবং ৫ জন আগ্রহ বোধ করে ক্লিক করেছে । অর্থাৎ একটি আপডেট দিয়ে আপনি পেলেন ৫ জন ভিজিটর… এভাবে একদিনে ২০ টি আপডেট দিলে আপনি পাচ্ছেন প্রায় ১০০ জন ভিজিটর । তবে এটি কোন নিশ্চিত হিসাব নয় । আপনি এর চেয়ে আরো কম বা বেশি ভিজিটর পেতে পারেন । তবে আবারো বলছি… আপনার Followers যত বেশি হবে আপনি ততো বেশি ভিজিটর পাবেন ।

বিশেষ ধরনের Followers নির্বাচন

মনে করুন আপনার সাইটটি ফটোশপ টিউটোরিয়ালের । কিন্তু আপনাকে যে ১০০০ জন ফলো করছে তাদের কেউই ফটোশপে আগ্রহী নয় । ফলে আপনার আপডেটে কোন ক্লিক না পড়ার আশংকাই বেশি । তাহলে আপনার প্রয়োজন এমন ফলোয়ার্স যারা ফটোশপে আগ্রহী । কিভাবে ফটোশপে আগ্রহী ফলোয়ার্স পাবেন ? টুইটারে Find People অপশনে ক্লিক করে photoshop লিখে সার্চ করুন । এখানে আপনি কিছু গ্রুপ এবং সাইটের প্রোফাইল পাবেন যারা ফটোশপ নিয়ে বিভিন্ন নিউজ এবং টিউটোরিয়াল লিখে । এই গ্রুপ এবং সাইটগুলোকে যারা ফলো করছে… তারাই ফটোশপে আগ্রহী । এবার আপনি কোন একটি সাইটের বা গ্রুপের প্রোফাইলে ঢুকে Followers এ ক্লিক করুন । এরপর এই ফলোয়ার্স এর মধ্য থেকে প্রতিদিন ৫০-১০০ জনকে ফলো করুন । দেখবেন তাদের মধ্য থেকে অর্ধেক এর মত আপনাকে ফলো করবে । অর্থাৎ আপনি এবার ২৫-৫০ জন ফলোয়ার্স পেয়ে গেলেন যারা ফটোশপে আগ্রহী । এভাবে প্রতিদিন ফলোয়ার্স বাড়াতে থাকুন আর মাঝে মাঝে আপনার সাইটের আপডেট দিন ।

আমার সাইটটি যেহেতু একটি ইবুক সাইট তাই আমার আপডেটগুলো এরকম …



আশা করি টুইটার সম্পর্কে আপনাদের পুরোপুরি না হলেও কিছুটা ধারনা দিতে পেরেছি । কোন কিছু না বুঝলে প্রশ্ন করতে পারেন ।

কিভাবে টুইটারে বেশি ফলোয়ার্স পাওয়া যায় এবং টুইটারে না ঢুকেও কিভাবে প্রতি ঘন্টায় বা প্রতিদিন আপডেট দেয়া যায় … এ সম্পর্কিত তথ্য নিয়ে একটি বই রয়েছে যা এখান থেকে ডাউনলোড করতে পারেন ।



আমাকে Twitter এ ফলো করুন www.twitter.com/muntasironline


মূল লেখক: ইমতিয়াজ মাহমুদ সজিব (টেক টিউনার)
Read More...

ফেইসবুকের ভিডিও যেভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটে যুক্ত (Embed) করবেন

ফেইসবুকে ভিডিও আপলোড করা খুব একটা কঠিন কাজ নয় তবে ভিডিও শেয়ার করার জন্য ফেইসবুক অফিসিয়ালি কোনো Embed কোড দেয়না এর কারনে যে সমস্যা গুলোয় পড়তে হয় তা হলো-
  1. মজার কোনো ভিডিও ইচ্ছে করলেই খুব সহজে নিজের ওয়েবসাইট বা ব্লগের ভিজিটরের সাথে শেয়ার করা যায়না।
  2. ভিডিও দেখতে হলে ফেইসবুকের একাউন্ট থাকতে হবে এবং অবশ্যই লগইন করতে হবে।

তাই যাদের ফেইসবুক একাউন্ট নেই তাদের সাথে ভিডিও শেয়ার করা যায়না।


সমাধান:

ফেইসবুকে আপলোডকৃত প্রত্যেকটি ভিডিওর একটি ইউনিক আইডি থাকে যেটা আপনার ব্রাউজারের এড্রেস বারে দেখতে পাবেন।


আইডিটি ব্রাউজারের এড্রেস বার হতে কপি করে নিম্নলিখিত কোডে xxxxx লিখিত স্থানে পেস্ট করুন।


এরপর সম্পূর্ন কোডটি কপি করে কাঙ্খিত ওয়েবপেজে বা ব্লগসাইটে পেস্ট করে রিফ্রেশ করুন।

পুরো কোডটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

মূল লেখক: তারেক বিডি (টেক টিউনার)

Read More...

হ্যাকারদের কবল থেকে সাবধান!

বর্তমানে ইন্টারনেটে প্রতারক চক্রের অভাব নেই। প্রতারনার জন্য তারা বিভিন্ন পন্থা বা উপায় অবলম্বন করছে, ব্যবহার করছে বিভিন্ন জনপ্রিয় সাইটকে। ফেইসবুকও এর বাহিরে নয়। বিভিন্ন সময় আমরা ফেইসবুক হ্যাকারদের কবলে পড়ার খবরও শুনে আসছি।

প্রতারনার জন্য এই চক্রগুলি যেসব উপায়গুসারিবদ্ধ কেন্দ্রলি ব্যবহার করছে তার একটি নিচে উল্লেখ করছি……

আপনি প্রথমেই আপনার ফেইসবুকে একটি নটিফিকেশন পাবেন যেখানে বলা আছে যে, কেউ একজন আপনাকে একটি পার্সোনাল মেসেজ পাঠিয়েছে। ছবিতে দেখুন…….


এবার মেসেজটি দেখার জন্য ক্লিক করলে স্বভাবতই আপনার মেসেজ ইনবক্স খোলার কথা। কিন্তু প্রতারক চক্রের পাঠানো এই মেসেজটিতে ক্লিক করলে একটি লগইন পেইজ ওপেন হবে যেটি দেখতে হুবুহু ফেইসবুকের লগইন পেইজ এর মত এবং মেসেজ দেখার জন্য আপনাকে লগইন করতে বলা হবে। সাবধান!!! এক্ষেত্রে ভুলেও লগইন করতে যাবেন না। কারন একটু খেয়াল করলেই দেখবেন যে পেইজ এর URL টি ফেইসবুকের নয়।



এটি আসলে সম্পূর্ন আলাদা একটি সাইট যা প্রতারক চক্রের তৈরি। এধরনের সাইটকে Phishing ওয়েবসাইট বলা হয়। তাই এসব সাইটে লগইন করলেই হারাতে পারেন আপনার সাধের ফেইসবুক একাউন্টটি এবং এর পরের ভোগান্তির কথা না হয় নাই বললাম, ভেবে দেখুন কি হতে পারে…


মূল লেখক: তারেক বিডি (টেক টিউনার)

ফেসবুক ব্যবহার সম্পর্কিত কোন সমস্যা হলে Facebook Help Center – Group এ যোগ দিন এবং সমস্যাটি দেয়াল এ লিখুন।

Read More...

খুব সহজেই ফেইসবুকের ভিডিও সংরক্ষন করুন আপনার হার্ডডিস্কে

আমরা সবাই কম বেশি ফেইসবুকের সাথে পরিচিত। বর্তমানে এটি হচ্ছে সবচেয়ে জনপ্রিয় একটি সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। যেখানে আমরা লিঙ্ক, ছবি, ভিডিও সহ আরো অনেক কিছু বন্ধুদের সাথে শেয়ার করতে পারি। কিন্তু দুঃখের বিষয় হলো অনেক ভিডিও আছে যেগুলো ফেইসবুক ডাউনলোডের অনুমতি দেয় না বা ফেইসবুক থেকে সরাসরি ডাউনলোড করা যায় না। তাই বলে কি আমারা আমাদের প্রিয় ভিডিওটি ডাউনলোড করতে পারবোনা? অবশ্যই পারব……

যারা জানেন তারা হয়তো ইতিমধ্যে ডাউনলোড করা শুরু করে দিয়েছেন। আর যারা জানেন না তাদের জন্যে সুখবর!নিচের কয়েকটি সহজ ধাপ সঠিক ভাবে অনুসরন করলেই আপনিও পারবেন আপনার প্রিয় ভিডিওটি আপনার কম্পিউটারে সংরক্ষন করতে।

১) এই পদ্ধটি শুধুমাত্র মোজিলা ফায়ারফক্সে ব্যবহার করা সম্ভব। তাই যাদের মোজিলা ইন্সটল করা নেই তারা এখান থেকে মোজিলা ফায়ারফক্স ইন্সটল করে নিন।

২) মোজিলা ইন্সটল হয়ে গেলে এটি ওপেন করুন এবং এখানে টোকা দিয়ে Grease Monkey এ্যড-অন টি ইন্সটল করে নিন।

ঠিকভাবে ইন্সটল হয়ে গেলে ব্রাউজারের নিচে হাতের ডান কোনায় একটি বানরের মাথার ছবি দেখতে পাবেন।



৩) এবার এই লিঙ্কটিতে ক্লিক করুন, এখানে ফেইসবুকের ভিডিও স্ক্রিপ্টটি রয়েছে যেটা ফেইসবুকের যেকোন ভিডিওর সাথে ডাউনলোড লিঙ্ক যোগ করবে। এবার Install বাটনটিতে ক্লিক করে স্ক্রিপ্টটি ইন্সটল করুন।



ব্যস, কাজ শেষ !

এবার ফেইসবুকে লগইন করুন, দেখুন সব ভিডিওর সাথে Download Video নামে একটি লিঙ্ক যুক্ত হয়েছে।




এভাবে আপনি শুধুমাত্র .flv ফরম্যাটে ভিডিও ডাউনলোড করতে পারবেন। প্রয়োজন হলে এখানে গিয়ে ডাউনলোডকৃত ফাইলটি আপনার পছন্দমত ফরম্যাটে কনভার্ট করে নিতে পারেন


মূল লেখক: তারেক বিডি (টেকটিউনার)
ফেসবুক ব্যবহার সম্পর্কিত কোন সমস্যা হলে Facebook Help Center – Group এ যোগ দিন এবং সমস্যাটি দেয়াল এ লিখুন।
Read More...
    ফেসবুক সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>
টুইটার সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>