ফেইসবুকের ভিডিও যেভাবে আপনার ব্লগ বা ওয়েবসাইটে যুক্ত (Embed) করবেন

ফেইসবুকে ভিডিও আপলোড করা খুব একটা কঠিন কাজ নয় তবে ভিডিও শেয়ার করার জন্য ফেইসবুক অফিসিয়ালি কোনো Embed কোড দেয়না এর কারনে যে সমস্যা গুলোয় পড়তে হয় তা হলো-
  1. মজার কোনো ভিডিও ইচ্ছে করলেই খুব সহজে নিজের ওয়েবসাইট বা ব্লগের ভিজিটরের সাথে শেয়ার করা যায়না।
  2. ভিডিও দেখতে হলে ফেইসবুকের একাউন্ট থাকতে হবে এবং অবশ্যই লগইন করতে হবে।

তাই যাদের ফেইসবুক একাউন্ট নেই তাদের সাথে ভিডিও শেয়ার করা যায়না।


সমাধান:

ফেইসবুকে আপলোডকৃত প্রত্যেকটি ভিডিওর একটি ইউনিক আইডি থাকে যেটা আপনার ব্রাউজারের এড্রেস বারে দেখতে পাবেন।


আইডিটি ব্রাউজারের এড্রেস বার হতে কপি করে নিম্নলিখিত কোডে xxxxx লিখিত স্থানে পেস্ট করুন।


এরপর সম্পূর্ন কোডটি কপি করে কাঙ্খিত ওয়েবপেজে বা ব্লগসাইটে পেস্ট করে রিফ্রেশ করুন।

পুরো কোডটি ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

মূল লেখক: তারেক বিডি (টেক টিউনার)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

    ফেসবুক সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>
টুইটার সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>