ফেসবুক একাউন্ট হ্যাকিং এর কবল থেকে বাঁচতে কয়েকটি সাধারন পদ্ধতি

আপনারা ইতিমধ্যেই অবগত আছেন যে বিগত কয়েকদিনে বিভিন্ন ব্লগসাইটে বা সোশ্যাল ওয়েবসাইটে ফেসবুক একাউন্ট হ্যাকিং এর খবর শোনা যাচ্ছে। হ্যাকার রা খুব চালাকির সাথে এসব হ্যাকিংয়ের কাজ করে যাচ্ছে। এর ফলে তারা হাতিয়ে নিচ্ছে বিভিন্ন ব্যাক্তিগত তথ্য। কিন্তু, একটু সাবধানতা অবলম্বন করলেই আপনি এধরনের হ্যাকার এর ফাঁদ থেকে মুক্তি পেতে পারেন।

নিচে কিছু পদ্ধতি সম্পর্কে আলোচনা করব।



জটিল পাসওয়ার্ড ব্যবহার করুন

নিজের ব্যবহৃত পাসওয়ার্ড সম্পর্কে সাবধান হোন। নিজের নাম, পরিবারের নাম, কিংবা নিজের জন্মদিন কিংবা মোবাইল নম্বর ব্যবহার করবেন না। জটিল কিছু শব্দগুচ্ছ ব্যবহার করুন। capital এবং lowercase শব্দ ব্যবহার করতে পারেন। এর মাঝে ঢুকিয়ে দিতে পারেন ১-৯ এর মধ্যে কিছু সংখ্যা। পাসওয়ার্ড যত ছোট হবে হ্যাকিং এর সম্ভাবনাও তত বেড়ে যাবে। তাই পাসওয়ার্ড এর সংখ্যা ৬ এর অধিক যেমন ৮, ৯, ১২ হলে ভাল হয়। যদি পাসওয়ার্ড মনে রাখতে সমস্যা হয় তবে এমন কিছু শব্দসমষ্টি ব্যবহার করুন যা কেবল আপনি এবং খুব কম সংখ্যক বন্ধুরা জানেন। অথবা কোন নিরাপদ স্খানে পাসওয়ার্ডটি লিখে রাখুন।

নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করুন

কয়েক সপ্তাহ বা ১-২ মাস পরপর পাসওয়ার্ড পরিবর্তন করুন। পাসওয়ার্ড ভুলে গেলে ফেসবুকের “Forgot password?” অপশনটি ব্যবহার করুন।

ব্যাক্তিগত তথ্য প্রদানের ব্যাপারে মিতব্যায়ী হোন

এর অর্থ হলো এমন কোন তথ্য প্রোফাইল ইনফো তে ব্যবহার করবেন না যা আপনার ইমেইল অথবা ফেসবুক একাউন্ট এর পাসওয়ার্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ। এসব সাইটে ব্যাক্তিগত তথ্য যত কম প্রদান করবেন ততই আপনি সুরক্ষিত।

যাকে তাকে ফ্রেন্ড বানানো থেকে বিরত থাকুন

এমন অনেক ব্যবহারকারী আছেন যারা প্রোফাইল ছবি দেখেই ফ্রেন্ড লিস্টে এড করে বসেন। কোন অপরিচিত রিকোয়েস্ট এলে তাদের ইনফো আগে যাচাই করে নিন। দেখুন তার ফ্রেন্ডলিস্টের সংখ্যা কেমন। তার অন্যান্য ইনফো সঠিক কিনা দেখুন। তাছাড়া আপনাদের মাঝে কোন ফ্রেন্ড কমন আছে কিনা তাও দেখে নিন। তারপর স্বীদ্ধান্ত নিন। এমন কাউকে লিস্টে যুক্ত করবেন না যাদের প্রোফাইল ছবি পর্যন্ত নেই।

না জেনে কোন লিঙ্ক এ ক্লিক করবেন না

এমন অনেক ফিশিং এয়েবসাইটের সন্ধান পাওয়া গেছে যারা ব্যবহারকারীদের ভুল ইনফো দিয়ে একটি ওয়েব লিঙ্ক প্রদান করে। সাবধান!

এসব লিঙ্ক এ ক্লিক করার আগে এপলিকেশনটির Terms and Condition পড়ে নিন। কোন বন্ধুও যদি আপনাকে এধরনের লিঙ্ক এ ক্লিক করার রিকোয়েস্ট পাঠিয়ে থাকে তবে তা ফিশিং ওয়েবসাইট কিনা তা যাচাই করে নিন।

মনে রাখবেন, ফেসবুক বা ফেসবুকের কোন এপলিকেশন আপনার ফেসবুকের বা ইমেইল এর পাসওয়ার্ড চাইবে না।

ইমেইল চেকিং এ সাবধানতা অবলম্বন করুন

হ্যকার রা এখন ফেসবুক হ্যাকিং এর ক্ষেত্রে ইমেইল কে বেছে নিয়েছে। কোন ওয়েব সার্ভিস আপনার কাছে ব্যাক্তিগত তথ্য চাইবে না। যেমন ফেসবুক কখনোই আপনাকে পাসওয়ার্ড পরিবর্তনের কোন নোটিশ ইমেইল করবেনা অথবা ব্যাক্তিগত তথ্য হালনাগাদের অজুহাত দিবে না। যদি এরকম কিছুর প্রয়োজন পড়েই তবে ফেসবুক আপনাকে হোমপেজ অথবা আপনার setting এ গিয়ে পরিবর্তনের জন্য বলবে। তাই কোন ইমেইল থেকে প্রাপ্ত Offer যাচাই না করেই তথ্য দিয়ে বসে থাকবেন না।

ইমেইল পাসওয়ার্ড হালনাগাদ রাখুন

এর অর্থ হচ্ছে আপনি যে ইমেইল দিয়ে আপনার ফেসবুকে লগ ইন করে থাকেন, সেই ইমেইল এর পাসওয়ার্ড নিয়মিত হালনাগাদ রাখুন। তা নাহলে আপনার ইমেইল একাউন্ট হ্যাকিং হলে আপনার ফেসবুক একাউন্ট ও হ্যাকিং হতে সময় লাগবে না। এ ব্যাপারে আমার পরামর্শ হচ্ছে, ফেসবুক একাউন্টের জন্য আলাদা একটি ইমেইল একাউন্ট ব্যবহার করুন। তাছাড়া “Security Question” অপশন টিতে কোন ব্যাক্তিগত তথ্য সম্বলিত উত্তর রাখবেন না।

আরও কোন পদ্ধতি আছে যা আপনি প্রয়োগ করেন আপনার ফেসবুক একাউন্ট এর সুরক্ষার জন্য? মন্তব্যের মাধ্যমে শেয়ার করুন।

Read More...

পরিক্ষার্থীদের জন্য ফেসবুক ব্যবহার নির্দেশিকা

বাংলাদেশের প্রেক্ষাপটে ফেব্রুয়ারী থেকে জুন মাস পর্যন্ত SSC এবং HSC পরিক্ষার ধুম লেগে থাকে। অপরদিকে ফেসবুকের মত social website গুলো বর্তমান প্রজন্মের কাছে একরকম নেশার মত দাড়িয়ে গেছে। অবস্থা এমন দাড়িয়ে গেছে যে শিক্ষার্থীরা এসব ওয়েবসাইট কে তাদের পড়ালেখার ওপর স্থান দেয়। এর জন্য আমাদের Technology অনেকটা দায়ী যা পৃথিবীকে নিয়ে এসেছে আমাদের হাতের মুঠোয়। তবে একটু সাবধানতা অবলম্বন করলে এসব নেটওয়ার্কিং সাইট ব্যবহারে লাগাম টানা সম্ভব হবে। অন্তত পরিক্ষা চলাকালীন সময়ে তো অবশ্যই! নয়তো পরীক্ষার হলে গিয়ে হয়তো Firmville তে নিজের ভার্চুয়াল ফসল অথবা গরুর খাবার দেয়া নিয়ে চিন্তা করতে থাকবেন!

ফেসবুক ব্যবহারের জন্য সময় বেছে নিন

আমাদের অনেকের অভ্যাস আছে সময় অসময়ে Social Networking Site (Facebook, Twitter, mig33 ) তে ঢুকে যাই। এ অভ্যাসটি পাল্টাতে হবে। নেটওয়ার্কিং এর জন্য ফেসবুকের তুলনা নেই। কিন্তু খেয়াল রাখতে হবে তাতে যেন পড়ালেখার কোন বিঘ্ন না ঘটে। তাই ফেসবুক ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় বেছে নিতে পারেন।



পড়ার ফাঁকে ফেসবুক, ফেসবুকের ফাঁকে পড়া নয়!

এর অর্থ হলো পড়ালেখাকে আপনার সর্বাধিক গুরুত্ব দিতে হবে। মনে রাখবেন, কৃত্রিম জবিন থেকে সত্যিকারের জীবন অধিক গুরুত্বপূর্ণ। অতিরিক্ত পড়াশোনার চাপে একঘেয়েমি কাটাতে ফেসবুকে যেতে পারেন। তবে তা যেন ১০ মিনিট এর অধিক না হয়! এ সময় গেম খেলা থেকে দূরে থাকুন। বিভিন্ন Addicted Game যেমন- “Farmville” , “Mafia Wars” গেমগুলো খেলা থেকে সাবধান! কখন যে আপনার বরাদ্দকৃত ১০ মিনিট ১ ঘন্টায় পরিণত হবে টেরও পাবেন না।

অনেকতো বিনোদন হলো, এবার পড়ার কাজে ফেসবুক ব্যবহার করুন!

ফেসবুক সামাজিক যোগাযোগের পাশাপাশি বিনোদনের একটি মাধ্যম বটে। কিন্তু ফেসবুক যে অনেক সময় পড়ালেখার জন্যও সাহায্যকারী হিসেবে কাজ করে তা কি আপনি জানেন? আপনি আপনার পড়ালেখার বিভিন্ন বিষয়ের উন্নয়নের জন্যও ফেসবুক ব্যবহার করতে পারেন। ফেসবুক গ্রুপ ব্যবহার করে আপনি আপনার পড়াশোনার বিষয়বস্তু অপরের সাথে শেয়ার করতে পারেন। তাছাড়া ফেসবুকের কিছু Application আছে যেগুলো আপনাকে বিষয়ভিত্তিক শিক্ষার ব্যাপারে সাহায্য করতে পারে। যদি আপনার Philosophy বিষয়ে পরীক্ষা থেকে থাকে তবে আপনি এই Application টি ব্যবহার করতে পারেন। এছাড়া রয়েছে – IQ Test, IQ test (Advance) Language Exchange, Goodreads books , Veechi .



মোট কথা, ফেসবুক কে কেবল বিনোদনের কাতারে না ফেলে তাকে পড়ালেখার অনুষঙ্গ হিসেবে সাজিয়ে তুলুন।


লেখক কর্তৃক টেক টিউনে প্রকাশিত (ফেসবুক গুরু)

Read More...

টুইটারের ব্যাকআপ রাখার কয়েকটি কৌশল

টুইটার এখন জনপ্রিয়তার শীর্ষে । আমাদের দেশের ও অনেকেই নিয়মীত টুইটার ব্যবহার করেন । আপনি চাইলে আপনার করা টুইটগুলোর ব্যাকআপ নিজের কাছে রেখে দিতে পারেন । এর জন্য অনেক টুল পাওয়া যায় , আজ দুটি টুলের কথা বলব । একটি অনলাইন টুল ও একটি ডেস্কটপ টুল ।

অনলাইন টুল ____________

Tweetake : টুইটার ব্যাকআপ এর জন্য এটা অন্যতম শ্রেষ্ট অনলাইন টুল । সাইটিতে যেয়ে আপনার ইউজার নেম, পাসওর্য়াড দিয়ে যে তথ্য ( Followers, Following, বা সব কিছু) নামাতে চান তা সিলেক্ট করুন তারপর Get’em চাপুন । ব্যস কিছুক্ষনে মধ্যেই এক্সেল ফাইলে পেয়ে যাবেন আপনার কাংখিত তথ্য ।
সাইট টির লিংক


ডেস্কটপ টুল_____________

TwitterBackup: এটি একটি জাভা বেসড টুল । অর্থাৎ এটি চালাতে পিসিতে জাভা থাকা আব্যশক । টুলটি নামিয়ে ইউজার নেম, পাসওর্য়াড, ফাইল নেম দিয়ে দিলে এটি আপনার তথ্য xml আকারে সেভ করে দিবে ।








এগুলো সবই থার্ড পার্টি টুল । তাই নিরাপত্তার বিষয়টি ভেবে তারপর অগ্রসর হোন ।

আরো পড়তে পারেন

মূল লেখক: আরিফ নিজামী
Read More...

অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, সহ যেকোন ব্লগসাইটে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই (পর্ব:০২)

গত পর্বে যে Rightload নামক Software সম্পর্কে বলা হয়েছিল, এখন তার বিস্তারিত প্রকাশের চেষ্টা করছি। আশা করছি এরপর আপনাদের আর সমস্যা থাকবেনা।

Rightload সফটওয়্যারটা ছিল ইনস্টলার বেসড । অর্থাৎ ইন্সটল না করে ব্যবহার করা যাবে না । কিন্তু এবারেরটা পোর্টেবল । ইনস্টলেশনের ঝামেলা নাই । ভার্সিটির ল্যাব , সাইবার ক্যাফে অথবা নিজের বাড়ি , যেখানে ইচ্ছা চালাতে পারবেন । কোন সমস্যা নাই । একটা ফিচার যেটা একেবারেই ইউনিক পৃথিবীর কোন সফটওয়্যারে নাই!! (থাকার কথাও না , এটা আহামরি কিছু না) । সেই ফিচারটা হল সামহো্যারের ট্যাগ পাবার সুবিধা । যারা সামুতে ব্লগ করেন তারা ভালই জানেন যে সামুতে নরমাল html ট্যাগ চলে না । ইমেজের জন্য [img|ইমেজ ইউআরএল] লিখতে লাগে । এবার আপলোড দিয়ে একক্লিকেই এগুলো পেয়ে যাবেন । টাইপ করে লিখতে লাগবেনা । যারা ফটোব্লগ করেন তাদের জন্য আরাম ই আরাম ! আর কিছু করি নাই । ও আরো একটা আছে । আগে এটা চালু করলেই ফেসবুকের আপলোডের অপশন আসত , এটা চেন্জ করে আগে Imageshack দিলাম । কারন ব্লগারদের বারবার এতো চেন্জ করতে অনেক অসুবিধা হয় ।

যেভাবে চালাবেন:

১. ডাউনলোড করে যে ফোল্ডারে রাখতে চান সেখানে যেয়ে এটা রান করুন ।




২. সেখানে একটা ফোল্ডার (এতে মেইন সব ফাইল আছে) ও একটা শর্টকাট তৈরী হবে । একই সাথে যারা বাসায় চালাবেন তাদের সুবিধর জন্য ডেস্কটপেও একটা শর্টকাট তৈরী হবে ।




৩. ছবি আপলোড করতে , সব ছবি সিলেক্ট করে যেকোন শর্টকাটের উপর ড্রাগএন ড্রপ করুন ।



৪. ডিফল্টভাবে Imageshack সিলেক্ট করা আছে , ইচ্ছা হলে চেন্জ করে নিন । ও Upload চাপুন ।



৫. একটা উইন্ডো আসবে এটাতে Yes চাপলে একই সাথে ইমেজগুলোর Thumbnail ও তৈরী ও আপলোড হবে ।



৬. এবার ইমেজের ডাইরেক্ট লিংকগুলো পাবেন ।

৭. সামুর ডাইরেক্ট ট্যাগ পেতে “Select tag:” হতে Somewhereinblog URL সিলেক্ট করুন ।



এটা Vista, XP ও Seven এ টেস্টেড । না চললে আপনার দোষ :)





মূল লেখক: আরিফ নিজামী (টেক টিউনার)
Read More...

অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, সহ যেকোন ব্লগসাইটে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই (পর্ব:০১)

ফেসবুকে ছবি আপলোড করতে অনেক সময় লাগতো বলে ছবি আপলোড করা কমিয়ে দিয়েছিলাম। ওয়ার্ডপ্রেস, টেকটিউনস ইত্যাদিতে ছবি আপলোড করতে গিয়েও অনেক ঝামেলা পোহাতে হতো কিছুদিন আগে। কিন্তু গত কয়েকদিন আগে একটি সফটওয়্যার পেলাম যার সাহায্যে ফেসবুকে ছবি আপলোড করার জন্য একটা একটা করে ব্রাউজ করতে হয় না, মার্ক অল করে আপলোড বাটনে ক্লিক করলেই আপলোড শুরু হয়। সেই সময়ে আপনি নিশ্চিন্তে অন্য কাজ করে ফেলতে পারেন। ওয়ার্ডপ্রেস বা অন্যান্য সাইটে ছবি আপলোডের জন্য দৌড়াতে হতো টিনিপিক বা এই টাইপের সাইটে। কিন্তু এখন এই সফটওয়্যারে মার্ক অল করে আপলোড করে দিলেই ওরা ইমেজ লিঙ্ক ( সবগুলোর একসাথে ) দিয়ে দেয়।
www.facetwitterhome.blogspot কর্তৃক সংরক্ষিত

রাইটলোড সফটওয়্যারঃ

এটা ব্যবহার করার জন্য প্রথমে আপনাকে এখান থেকে রাইটলোড সফটওয়্যারটি ( ৩.২৩ মেগা ) ডাউনলোড করতে হবে। এরপর ইন্সটল করুন। ইন্সটল হবার সময় অতিরিক্ত ২.৫ মেগার কাছাকাছি ইন্সটল হবে। এরপর ইন্সটল কমপ্লিট হলে আপনি যে কয়টা ছবি আপলোড করতে চান তা ড্র্যাগ করে চিত্রের মত বক্সের উপর রাখুন। এরপর যেখানে আপলোড করতে চান ( ফেইসবুক, ফ্লিকার অথবা ইমেজসহ্যাক ) তা সিলেক্ট করুন।



এরপর সেখানে লগইন করে রাইটলোড এপ্লিকেশনটিকে allow করতে হবে। ( শুধু প্রথমবার ) তাহলে আপনার একাউন্টে গিয়ে দেখবেন 1 pending photo request. accept করলেই আপনার একাউন্টে ছবি যোগ হবে। ( ফেসবুক/ ফ্লিকার )

আর ইমেজসহ্যাক সিলেক্ট করলে এতকিছুর দরকার নাই। জাস্ট আপলোড করলেই লিঙ্ক দিয়ে দেবে।



সেই লিঙ্ক ব্যবহার করে আপনি সহজেই ওয়ার্ডপ্রেস ব্লগ, ব্লগার, টেকটিউনস, সামহোয়্যারইন ব্লগ, আমারব্লগ ইত্যাদিতে ছবি যোগ করতে পারবেন।

fire uploader দিয়েও এরকম ছবিসহ , রেপিডশেয়ার, মেগা আপলোড ইত্যাদি অনেক জায়গায় অনেক কিছু আপলোড করা যায় করা যায় কিন্তু আমার রাইটলোডই বেশি ভালঅ লেগেছে। অনেকে fire uploader বেশি পছন্দ করেন। ট্রাই করে দেখতে পারেন।

মূল লেখক: রনি পারভেজ (টেক টিউনার)
Read More...

আপনার ব্লগ পোস্ট ফেসবুক নোটে প্রকাশ করুন

আপনার ফেসবুক প্রোফাইলে আপনার ব্লগ খুব সহজে এখন যুক্ত করতে পারবেন।

প্রথমে আপনার ফেসবুক যান তার পর

০১. Application Setting এ ক্লিক করুন


০২. নোট এ ক্লিক করুন


০৩. ঠিক সাইডবারে Import Blog এ ক্লিক করুন




০৪. এখন আপনার সাইটের ঠিকানা দিয়ে নিচের বক্সে টিক দিয়ে Star Importing Button Click করুন




০৫. Confirm Import Button এ ক্লিক করুন ।




ব্যাস! আপনার ব্লগসাইটের পূর্ববর্তী পোষ্ট থেকে শুরু করে নতুন সব পোষ্টও স্বয়ংক্রীয় ভাবে পোষ্ট হয়ে যাবে আপনার ফেসবুকের নোট এ।


মূল লেখক: মোহিত (টেক টিউনার)

ফেসবুক ব্যবহার সম্পর্কিত কোন সমস্যা হলে Facebook Help Center – Group এ যোগ দিন এবং সমস্যাটি দেয়াল এ লিখুন।

Read More...

ফেসবুক নোট কে সাজান আরো সুন্দর করে!

আশা করি সবাই ভালো আছেন। আজ আবার আপনাদের সামনে ফেসবুক সম্পর্কিত নতুন একটি বিষয় নিয়ে হাজির হয়েছি। আমরা অনেকেই ফেইসবুকে নোট লিখার সময় ইচ্ছামতো এর অপশনগুলোকে ব্যবহার করতে পারি না ।



অনেকে হয়তো জানিই না যে ফেইসবুক নোটে লেখা

*বড় করে দেখানো
*ছোট করা
*বোল্ড করা
*ইটালিক
*আন্ডারলাইন
*স্কেচথ্রু
*হাইপারলিঙ্ক
*বুলেট লিস্ট
*অর্ডার লিস্ট
*স্পেশাল quote
*হেডিং

এই অপশনগুলো ব্যবহার করা যায়। কিছু কোডের মাধ্যমে এগুলো করা যায়।

http://www.facebook.com/notes_cheatsheet.php এই লিঙ্কে আশা করি সবগুলোর use সম্পর্কে জানতে পারবেন।

মূল লেখক: রনি পারভেজ (টেক টিউনার) (সম্পাদিত পোষ্ট)
Read More...
    ফেসবুক সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>
টুইটার সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>