টুইটারের ব্যাকআপ রাখার কয়েকটি কৌশল

টুইটার এখন জনপ্রিয়তার শীর্ষে । আমাদের দেশের ও অনেকেই নিয়মীত টুইটার ব্যবহার করেন । আপনি চাইলে আপনার করা টুইটগুলোর ব্যাকআপ নিজের কাছে রেখে দিতে পারেন । এর জন্য অনেক টুল পাওয়া যায় , আজ দুটি টুলের কথা বলব । একটি অনলাইন টুল ও একটি ডেস্কটপ টুল ।

অনলাইন টুল ____________

Tweetake : টুইটার ব্যাকআপ এর জন্য এটা অন্যতম শ্রেষ্ট অনলাইন টুল । সাইটিতে যেয়ে আপনার ইউজার নেম, পাসওর্য়াড দিয়ে যে তথ্য ( Followers, Following, বা সব কিছু) নামাতে চান তা সিলেক্ট করুন তারপর Get’em চাপুন । ব্যস কিছুক্ষনে মধ্যেই এক্সেল ফাইলে পেয়ে যাবেন আপনার কাংখিত তথ্য ।
সাইট টির লিংক


ডেস্কটপ টুল_____________

TwitterBackup: এটি একটি জাভা বেসড টুল । অর্থাৎ এটি চালাতে পিসিতে জাভা থাকা আব্যশক । টুলটি নামিয়ে ইউজার নেম, পাসওর্য়াড, ফাইল নেম দিয়ে দিলে এটি আপনার তথ্য xml আকারে সেভ করে দিবে ।








এগুলো সবই থার্ড পার্টি টুল । তাই নিরাপত্তার বিষয়টি ভেবে তারপর অগ্রসর হোন ।

আরো পড়তে পারেন

মূল লেখক: আরিফ নিজামী

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

    ফেসবুক সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>
টুইটার সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>