অল্প সময়ে ফেসবুক, ফ্লিকার, সহ যেকোন ব্লগসাইটে একসাথে অনেকগুলো ছবি আপলোড করুন কোন ঝামেলা ছাড়াই (পর্ব:০২)

গত পর্বে যে Rightload নামক Software সম্পর্কে বলা হয়েছিল, এখন তার বিস্তারিত প্রকাশের চেষ্টা করছি। আশা করছি এরপর আপনাদের আর সমস্যা থাকবেনা।

Rightload সফটওয়্যারটা ছিল ইনস্টলার বেসড । অর্থাৎ ইন্সটল না করে ব্যবহার করা যাবে না । কিন্তু এবারেরটা পোর্টেবল । ইনস্টলেশনের ঝামেলা নাই । ভার্সিটির ল্যাব , সাইবার ক্যাফে অথবা নিজের বাড়ি , যেখানে ইচ্ছা চালাতে পারবেন । কোন সমস্যা নাই । একটা ফিচার যেটা একেবারেই ইউনিক পৃথিবীর কোন সফটওয়্যারে নাই!! (থাকার কথাও না , এটা আহামরি কিছু না) । সেই ফিচারটা হল সামহো্যারের ট্যাগ পাবার সুবিধা । যারা সামুতে ব্লগ করেন তারা ভালই জানেন যে সামুতে নরমাল html ট্যাগ চলে না । ইমেজের জন্য [img|ইমেজ ইউআরএল] লিখতে লাগে । এবার আপলোড দিয়ে একক্লিকেই এগুলো পেয়ে যাবেন । টাইপ করে লিখতে লাগবেনা । যারা ফটোব্লগ করেন তাদের জন্য আরাম ই আরাম ! আর কিছু করি নাই । ও আরো একটা আছে । আগে এটা চালু করলেই ফেসবুকের আপলোডের অপশন আসত , এটা চেন্জ করে আগে Imageshack দিলাম । কারন ব্লগারদের বারবার এতো চেন্জ করতে অনেক অসুবিধা হয় ।

যেভাবে চালাবেন:

১. ডাউনলোড করে যে ফোল্ডারে রাখতে চান সেখানে যেয়ে এটা রান করুন ।




২. সেখানে একটা ফোল্ডার (এতে মেইন সব ফাইল আছে) ও একটা শর্টকাট তৈরী হবে । একই সাথে যারা বাসায় চালাবেন তাদের সুবিধর জন্য ডেস্কটপেও একটা শর্টকাট তৈরী হবে ।




৩. ছবি আপলোড করতে , সব ছবি সিলেক্ট করে যেকোন শর্টকাটের উপর ড্রাগএন ড্রপ করুন ।



৪. ডিফল্টভাবে Imageshack সিলেক্ট করা আছে , ইচ্ছা হলে চেন্জ করে নিন । ও Upload চাপুন ।



৫. একটা উইন্ডো আসবে এটাতে Yes চাপলে একই সাথে ইমেজগুলোর Thumbnail ও তৈরী ও আপলোড হবে ।



৬. এবার ইমেজের ডাইরেক্ট লিংকগুলো পাবেন ।

৭. সামুর ডাইরেক্ট ট্যাগ পেতে “Select tag:” হতে Somewhereinblog URL সিলেক্ট করুন ।



এটা Vista, XP ও Seven এ টেস্টেড । না চললে আপনার দোষ :)





মূল লেখক: আরিফ নিজামী (টেক টিউনার)

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন

    ফেসবুক সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>
টুইটার সংক্রান্ত যাবতীয় ব্লগে সুইচ করুন >>>>>>>